,

ঢাকাস্থ সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতি সাবেক সভাপতির মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ আবুল বাসার,নিজস্ব প্রতিনিধি নোয়াখালীঃঢাকাস্থ সুবর্ণচর উপজেলা সমিতির সাবেক সভাপতি মহিউদ্দিন মানিকের সদ্য প্রয়াত মা মরহুমা আরবি বেগম এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা দক্ষিণ বনশ্রীতে ঢাকাস্থ সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতি এ দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা প্রিন্সিপাল আবদুল কাদের, সমিতির সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ইছমাইল হোছাইন, সাবেক সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন, সহ সভাপতি আলহাজ্ব বশির উদ্দিন, আলহাজ্ব সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন সহ সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতি ঢাকা ও দক্ষিণ বনশ্রী বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ।
এ সময় মহিউদ্দিন মানিক তাঁর মায়ের জন্য সবার কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।
মরহুমা আরবি বেগম গত ৩০ ডিসেম্বর চরজুবিলী ইউনিয়নের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে এন্তেকাল করেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর।
বক্তাগন মহিউদ্দিন মানিক এর মাতা মরহুমা আরবি বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
দোয়া অনুষ্ঠানে মরহুমা আরবি বেগম এবং বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জুলাই গণ-অভ্যুত্থানের মহানায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদীসহ সকল প্রয়াত মানুষের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *