,

তরুণরা জেগে উঠলে কোনো শক্তি দমিয়ে রাখতে পারে না : প্রধান উপদেষ্টা

অগ্রদূত ডেস্কঃ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণ ও যুবকরা দেশের মূল চালিকাশক্তি। তারা দেশের পক্ষে জেগে উঠলে কোনো শক্তি তাদের দমিয়ে রাখতে পারবে না। এর প্রমাণ আমরা জুলাই গণঅভ্যুত্থানের সময় দেখেছি।

সোমবার রাজধানীর তেজগাঁও তার কার্যালয়ে আয়োজিত ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সামনে নানান চ্যালেঞ্জ রয়েছে। তরুণরা তাদের মেধা, যোগ্যতা, সৃজনশীলতা ও কর্মমুখী কার্যক্রম এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা দেশের তরুণদের দক্ষতা অর্জন ও কাজের সুযোগ করে দিতে অন্তর্বর্তী সরকারের নানান উদ্যোগ তুলে ধরেন। তিনি বলেন, তরুণরা দেশকে সমৃদ্ধ করার মূল কারিগর। তরুণ ও যুবকদের স্বাবলম্বী করতে পারলে দেশ এগিয়ে যাবে। তারুণ্যের শক্তিকে সরকার দেশ গঠনে কাজে লাগাতে চায়। এর জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানান উপদেষ্টা।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের নগদ এক লাখ টাকা, একটি সম্মাননা ক্রেস্ট এবং একটি সার্টিফিকেট দেওয়া হয়। যুব উন্নয়ন ও কর্মসংস্থানে অসাধারণ অবদানে পুরস্কার পেয়েছেন বগুড়ার সুরাইয়া ফারহানা রেশমা, মাগুরার মো. আক্কাচ খান এবং নোয়াখালীর মো. জাকির হোসেন।

শিক্ষা, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, কারিগরি ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পুরস্কার পেয়েছেন ঝালকাঠির মো. খালেদ সাইফুল্লাহ ও গাইবান্ধার মো. শাহাদৎ হোসেন। দেশপ্রেম, বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে এবার পুরস্কার পেয়েছেন পাবনার মো. দ্বীপ মাহবুব এবং রাজশাহীর হাসান শেখ, লালমনিরহাটের মো. জামাল হোসেন, কক্সবাজারের নুরুল আবছার এবং রাজশাহীর মো. মুহিন।

ক্রীড়া, কলা ও সাংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদানে পুরস্কার পেয়েছেন সাতক্ষীরার আফঈদা খন্দকার এবং বান্দরবানের উছাই মং মার্মা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব- উল আলম। অনুষ্ঠানে বিভিন্ন তারন্যনির্ভর কর্মমুখী ও সৃজনশীল কাজে অসামান্য অবদানের জন্য ১২ জনকে পদক ও পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *