মমিনুল ইসলাম মুন,রাজশাহী প্রতিনিধি:রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদের করুণ মৃত্যু হয়েছে। টানা ৩২ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাত ১০টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।
ঘটনার বিবরণ
গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জমি থেকে মাটি আনতে গিয়ে একটি ট্রলি কাদায় আটকে যায়। শিশুটির মা শিশু সাজিদ কে নিয়ে ট্রলিটি দেখতে সেখানে যান। তাদের দুই বছরের ছেলে সাজিদ ঘটনাস্থলে মায়ের কোলে ছিল। এক পর্যায়ে শিশু সাজিদ মায়ের কোলে থেকে নেমে আশপাশে হাঁটতে থাকে। অসাবধানতাবশত সে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় এবং মুহূর্তেই নিখোঁজ হয়ে পড়ে।
উদ্ধার অভিযান
শিশুটি পড়ে যাওয়ার পরপরই স্থানীয়রা চেষ্টা চালালেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। শিশুটিকে জীবিত রাখার জন্য গর্তে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ও তিনটি এক্সকেভেটর বৃহস্পতিবার সারাদিন ধরে মাটি খনন করে। ৪০ ফুট গভীর পর্যন্ত খনন করা হলেও শিশুটির অবস্থান শনাক্ত করা যাচ্ছিল না। দীর্ঘ ও জটিল এ উদ্ধার অভিযানে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।
উদ্ধারের পর মৃত্যু
অবশেষে রাত ৯টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তাকে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১০টার দিকে সাজিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত শিশু সাজিদ কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের একমাত্র ছেলে।
শোকের ছায়া পুরো এলাকায়
ঘটনার পর থেকে কোয়েলহাট পূর্বপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যসহ স্থানীয়রা এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পরিত্যক্ত গর্তগুলো আগেই সুরক্ষিত না করার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে ক্ষোভও প্রকাশ করেছেন অনেকে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply