মোঃ সামিউল ইসলাম,দিনাজপুর জেলা প্রতিনিধি:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে গোলাম মোস্তফা(৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ জানুয়ারি (বুধবার) তাকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক জানান, গোলাম মোস্তফা মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকে অশ্লীল, সহিংসতা উসকানিমূলক ও বিদ্বেষমূলক তথ্য প্রকাশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। বিষয়টি স্থানীয় সচেতন বিএনপির নেতাকর্মীরা পুলিশকে অবহিত করেন।
পুলিশ ২০ জানুয়ারি (মঙ্গলবার) রাত ১০.৩০ দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় হরিরামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে গোলাম মোস্তফাসহ অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটির বাদি উপজেলা ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম।
স্থানীয়দের ধারণা এটি একটি উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড।
পার্বতীপুর থানা জানায়, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply