ডেস্ক রিপোর্টঃদীর্ঘ ১৯ বছর পর পূর্বপুরুষের ভিটা বগুড়ায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমন ঘিরে দলীয় সাংগঠনিক শক্তি কয়েকগুণ বৃদ্ধি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক জেতাতে বিএনপির সাবেক ও বর্তমান নেতারা ঐকবদ্ধ হচ্ছেন। বিভেদ ভুলে বগুড়া-৪ আসনে বিএনপির প্রার্থী মোশারফ হোসেনের সঙ্গে তৃণমূলের সব নেতা জোট বেঁধে রেকর্ড গড়েছেন। তারেক রহমানের সফর বার্তায় নেতাদের একাট্টা হওয়ার বিষয়টি ভোটের সমীকরণ বদলে দিতে পারে।
গত বুধবার (৭ জানুয়ারি) নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকার দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ মতবিনিময় সভায় জোট বেঁধে উপস্থিত হন জনপ্রিয় নেতারা। অডিটোরিয়ামে তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়। একাধিক মনোনয়ন প্রত্যাশী, সাবেক ও বর্তমান নেতারা মিষ্টি বিনিময় করেন। বগুড়া-৪ আসনের প্রার্থী জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে ধানের শীষ প্রতীকে জেতাতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা।
দলের প্রার্থীকে সমর্থন দিয়ে জোট বাঁধেন বগুড়া জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ফজলে রাব্বী তোহা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি তৌহিদুর রহমান খান শামীম চৌধুরী, সাবেক সভাপতি একে আজাদ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, পৌর বিএনপির সাবেক সভাপতি সাবেক মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, আহসান বিপ্লব রহিম, সাবেক চেয়ারম্যান শামছুর রহমান, প্রভাষক আব্দুল বারী বারেক, ওসমান গণি সরকার বেলালসহ আলোচিত নেতা ও বেশ কয়েকজন জনপ্রতিনিধি।
দলীয় সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে আগামী রোববার (১১ জানুয়ারি) বগুড়ায় ফিরবেন তারেক রহমান। প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই তাঁর প্রথম সফর। বগুড়া-৬ সদর আসনে ভোটের মাঠে নামবেন তারেক রহমান। বিএনপির দুর্গ বগুড়ার সাতটি আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে একাট্টা হয়েছেন সকল ইউনিটের নেতাকর্মী।
নন্দীগ্রাম উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল জানান, নেতার সফর বার্তা পেয়ে শহীদ জিয়ার আদর্শের নেতারা একত্রিত। কেউই বিভেদ চান না। লিডার (তারেক রহমান) বগুড়ায় আগমনের আগেই সাবেক বর্তমান নেতারা সব ভুলে হাত মিলিয়েছেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যাপক জনপ্রিয়তা, ধানের শীষ এবং প্রার্থীদের ক্লিন ইমেজে সাতটি আসনেই বিজয় নিশ্চিত হবে। বিপুল পরিমাণ ভোটে রেকর্ড গড়বেন তারেক রহমান। তিনিই হবেন দেশের প্রধানমন্ত্রী।
নেতারা জানান, বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি মোশারফ হোসেন ২০১৮ সালের নির্বাচনে বেদখল হওয়া বিএনপির দুর্গ পুনরুদ্ধার করেছিলেন। পরে দলীয় সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগ করেন। এবারের নির্বাচনেও তিনি দলের প্রার্থী। নিয়মিত দলীয় কর্মকান্ডে তৎপর, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কুড়িপাড়া হরিবাসরে প্রধান অতিথি ছিলেন মোশারফ হোসেন। বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সদর ইউনিয়নের দাঁদমানিকা গ্রামবাসী আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হন। মুরাদপুর বান্দিরপুকুর দাখিল মাদ্রাসা, পদ্মপুকুর মক্তব, হাটধুমা মুজাদ্দিদ আলফেসানী দাখিল মাদ্রাসা, কুমিড়া হাফেজিয়া মাদ্রাসা, বাদলাশন ফোরকানিয়া মাদ্রাসা, পৌরসভার চুকাইপাড়া জামে মসজিদ এবং বৈলগ্রাম দক্ষিণপাড়া জামে মসজিদ আয়োজিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়া কাহালু উপজেলার হারলতা জামে মসজিদ, ধানপূজা যুব সমাজসহ বিভিন্ন এলাকার ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোশারফ হোসেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply