,

তারেক রহমানের আদরের সেই পোষা বিড়ালও পেল পাসপোর্ট

ডেস্ক রিপোর্টঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন যদি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকে। সূত্র বলছে, তাঁর প্রত্যাবর্তনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। এদিকে, তিনি দেশে ফেরার সময় আদরের পোষা বিড়ালটিকে সঙ্গে আনবেন কি না এ নিয়ে নেটিজেনদের মধ্যে জোর আলোচনা চলছে।

তারেক রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, তিনি দেশে আসার জন্য যেসব নথি প্রস্তুত করেছেন, সেইসঙ্গে আলোচিত বিলাতি বিড়ালটিরও পাসপোর্ট ও প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। এতে সহজেই ধারণা করা যাচ্ছে, পরিবারসহ দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি এবং সঙ্গে আসছে প্রিয় বিড়াল জিবুও।

তারেক রহমানের বিড়ালের সঙ্গে বিভিন্ন সময় তোলা ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও প্রাণীটির প্রতি তার মমতা প্রশংসা কুড়িয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টেও তিনি প্রিয় পোষ্যের সঙ্গে কাটানো অনেক মুহূর্ত শেয়ার করেছেন যা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। ফলে দলীয় নেতাকর্মী ও ব্যবহারকারীদের মাঝে বিড়ালটি পরিচিত হয়ে ওঠে।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান তাঁর বিড়াল জিবু এবং প্রাণীপ্রেম নিয়ে কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিড়ালসহ তার ছবি ভাইরাল হওয়া প্রসঙ্গে তিনি মুচকি হেসে জানান বিড়ালটি আসলে তার মেয়ের, তবে সময়ের সাথে পুরো পরিবারই তাকে আপন করে নিয়েছে।

ধর্মীয় ও মানবিক দৃষ্টিতে তিনি বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন, তাই তাঁর সৃষ্টি প্রাণী ও প্রকৃতির যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। তিনি আরও উল্লেখ করেন যে, প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে মানুষের অস্তিত্বই ঝুঁকিতে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *