,

তারেক রহমান দেশে ফিরতে পারেন নভেম্বরে

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবীর।

বুধবার গণমাধ্যমের সাথে আলাপকালে হুমায়ূন কবীর বলেন, ‘দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে তারেক রহমান আগামী নভেম্বরে দেশে ফিরতে পারেন।’

দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন বিএনপির এই শীর্ষ নেতা। তার বিরুদ্ধে একাধিক মামলার সাজা থাকায় দেশে ফেরা নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছিল। তবে হুমায়ূন কবীরের বক্তব্যে ইঙ্গিত মিলছে, বিএনপির পক্ষ থেকে এবার সেই জটিলতা কাটিয়ে ফিরতি পথে অগ্রসর হচ্ছেন তারেক রহমান।

এদিকে বিএনপির অন্য কয়েকজন সিনিয়র নেতাও বলছেন, চলমান রাজনৈতিক সংকট এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের দেশে ফেরা এখন সময়ের দাবি হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *