,

তালায় ফসলের ক্ষতি ও জমি জবরদখলের অভিযোগ 

তালা প্রতিনিধিঃসাতক্ষীরা তালার খলিলনগরে ফসলের ক্ষতি করে জমি জবরদখল করার অভিযোগ উঠেছে। 

ভুক্তভোগী বিল্লাল শেখ  বাংলাদেশ সেনা বাহিনীর কাছে সুবিচারের আবেদন জানিয়েছেন ।

অভিযোগ সুত্রে জানাযায়,  আমার ১৪ শতক সম্পত্তিতে  ২শত পেপে গাছ ২শত কলাগাছসহ অন্যান্য গাছপালা লাগানো এবং কাটা তার দিয়া ঘেরা বেড়া করিয়া শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলিকার আছি। কিন্তু গত ইং ০৬/০৮/২০২৪ তারিখ রাত্র অনুমান রাত্র অনুমান ২ ঘটিকার সময় সকল ২য় পক্ষ জিয়ার শেখ,  রসি শেখ উভয় পিতা মৃত- মোছলেম শেখ,  সাব্বির শেখ- পিং জিয়ার শেখ,  চাঁদ আলী শেখ, পিং সামছুদ্দীন শেখ,  রাসেল শেখ, পিং-চাদ আলী শেখ সর্ব সাং-খলিলনগর  সহ আরও ১৫/২০ জন হাতে ধারালো গাছ কাটা দা, লোহার রড, শাবল ইত্যাদিতে সজ্জিত হইয়া অনধিকারে আমার জমিতে প্রবেশ করিয়া কলাগছ, পেপে গাছ, সুপারী গাছ কাটিয়া ও তারের বেড়া ভাঙ্গিয়া অনুমান ৩(তিন) লক্ষ টাকা ক্ষতি সাধন করে জোর পূর্বক দখল করে নেয়।

 সকালে জমিতে যেয়ে দেখি সকল গাছ কাটা এবং ২য় পক্ষ গণেরা জবর দখল করিয়া নিয়াছে। আমাকে নানা রকম ভয়ভীতি দেখাইয়া বলে জমিতে এলে তোকে খুন জখম করে তোর লাশ পুতে ফেলব বলিয়া বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। 

বিল্লাল শেখ জানান, আমার ফসলি জমি জবরদখল করে সকল ফসল কেটে ফেলে জমিতে ধান লাগিয়েছে। আমি অসহায় মানুষ । তারা জমি পাবে, তাদের জমি ফেলানো কিন্তু তারা আমার ফসলি জমি জবরদখল করেছে । 

অভিযুক্ত জিয়ার শেখ জানান, আমরা জমি পাবো তাই দখল করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *