,

তালায় মাঠ দিবস অনুষ্ঠিত 

ইমরান হোসেনঃ

তালা উপজেলার সেনেরগাতি গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় কৃষি খাত ভুক্ত উন্নত ও লাভজনক ফসল ধারা বিষয়ে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব তালা উপজেলা কৃষি অফিসার করেন হাজিরা খাতুন।

 উন্নয়ন প্রচেষ্টার সমন্বিত কৃষি কর্মকর্তা মোঃ নয়ন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার মোঃ গাউসুল আজম, সফল চাষী মোঃ আহাদ আলীসহ ইউনিটের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও শাখা ব্যবস্থাপক।

উক্ত মাঠ দিবস অনুষ্ঠানে প্রায় ৬০ জন কৃষক ও কৃষাণিকে উন্নত ও লাভজনক ফসল ধারা অর্থাৎ শস্য বিন্যাস পদ্ধতি (আমন-সরিষা-বোরো-লালশাক), প্রত্যেকটি ফসলের জীবনকাল, কোন জাতের ফসলের পর কোন জাত চাষ করতে হবে, বীজ প্রাপ্তি, রোপণ, আন্তঃপরিচর্যা, রোগ পোকা দমন বিষয়ে হাতে কলমে বিশদভাবে বোঝানো ও শস্য বিন্যাস হিসাবে সরিষার ক্ষেত ঘুরিয়ে দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *