অনলাইন ডেস্কঃ
ময়মনসিংহের ভালুকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তোফাজ্জল হোসেন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল ও যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামিরদিয়া ধানিখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে একটি ভাড়া বাসা থেকে আটক করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পাওয়ার পর দ্রুত ওই বাসায় অভিযান পরিচালনা করা হয় এবং আত্মগোপনে থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, তারা দুজনই তোফাজ্জল হত্যা মামলার মূল আসামি।
উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট ভালুকার মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় তোফাজ্জল হোসেনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাটির পরপরই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হলেও নিহতের পরিবার ভয়ে মামলা করতে সাহস পায়নি।
পরবর্তীতে চলতি বছরের (২০২৫) ২১ মার্চ নিহত তোফাজ্জলের হত্যাকাণ্ডে স্থানীয় যুবদল নেতা শরিফ মিয়া বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ভালুকার সাবেক দুই সংসদ সদস্যসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের মোট ২৪৫ জনকে আসামি করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়।
নিহত তোফাজ্জল হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন এবং ভালুকার জৈনাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply