,

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে শ্যামনগরে এক অসুস্থ সিপিপি স্বেচ্ছাসেবককে চেক প্রদান

জি এম মনিরুজ্জামান শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় শ্যামনগর উপজেলায় সিপিপি (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) স্বেচ্ছাসেবক প্রকাশ চন্দ্র গায়েন (২৫)কে আর্থিক সহায়তা হিসেবে একটি চেক প্রদান করেছে।

শনিবার (১জুন)সকাল ১০টায় নূরনগর ইউনিয়নের কাটাখালি গ্রামে প্রকাশ চন্দ্র গায়েনের কাছে এই চেকটি হস্তান্তর করা হয়।তিনি খগেন্দ্রনাথ গায়েন এর বড়ো ছেলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শ্যামনগর উপজেলা টিম লিডার মাকসুদুর রহমান মুকুল।তিনি বলেন, “সিপিপি স্বেচ্ছাসেবকরা নিজেদের জীবন বিপন্ন করে মানুষের সেবায় নিয়োজিত থাকেন। তাদের অবদান আমাদের দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় অনন্য। আজকের এই সহায়তা তার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রমাণ।

অসুস্থ স্বেচ্ছাসেবক প্রকাশ চন্দ্র গায়েন চেকটি গ্রহণ করে মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান এবং বলেন, “এই সহায়তা আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত সহায়ক হবে। আমি সিপিপি উপজেলা সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ এবং আমার সহকর্মীদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নূরনগর ইউনিয়ন সহকারী টিম লিডার আকরামুল ইসলাম,সাংবাদিক ও স্বেচ্ছাসেবক জিএম মনিরুজ্জামান মিশুক, জাকির হোসেন, আবুল ফরহা আবু, শফিকুল ইসলাম টোকন, ইউনুস হোসেন, সিরিনা আক্তার হেনা। শ্যামনগর উপজেলার স্থানীয় প্রশাসন ও সিপিপি’র অন্যান্য সদস্যরা। তারা সবাই অসহায় স্বেচ্ছাসেবকের পাশে দাঁড়ানোর জন্য মন্ত্রণালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

সিপিপি শ্যামনগরউপজেলা সহকারী পরিচালক মুন্সি নূর মোহাম্মদ জানান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের প্রতিটি দুর্যোগ ব্যবস্থাপনায় নিযুক্ত স্বেচ্ছাসেবকদের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নূরনগর ইউনিয়ন টিম লিডার মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *