,

দলীয় হীন স্বার্থে ইসলামের ব্যাখ্যা অস্থিরতা তৈরি করতে পারে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ
দলীয় হীন স্বার্থে ইসলামের ব্যাখ্যা রাষ্ট্র ও সমাজে অস্থিরতা তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম-খতিব সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় আসন্ন নির্বাচনে ওলামা-মাশায়েখদের দোয়া ও সমর্থনও চান তিনি।

সম্মিলিত ইমাম-খতিব পরিষদের আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি যোগ দেন ইসলামী চিন্তাবিদরাও। এতে ওলামা-মাশায়েখদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, ‘দলীয় হীন স্বার্থে ইসলামের বিধান ব্যাখ্যা করলে রাষ্ট্র ও সমাজে অস্থিরতা তৈরি হতে পারে। এই অস্থিরতা দূর করতে ওলামা-মাশায়েখরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘দেশে পঞ্চাশ হাজারের বেশি মাদ্রাসা, সাড়ে সাত লাখ মসজিদ এবং ১৭ লাখ ইমাম-খতিব আছেন। এই লাখো মানুষকে বাইরে রেখে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়।’

আগামীতে ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় তহবিল থেকে ইমাম-মোয়াজ্জেমদের ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তিনি বলেন, ‘সার্ভিস রুল ও কল্যাণ ট্রাস্ট করে ওলামা-মাশায়েখদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বিএনপির।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *