,

দিনাজপুরে জাতীয় কুষ্ঠ দিবস পালিত

দুর্লভ রায়, দিনাজপুর প্রতিনিধিঃ“এখনই কাজ শুরু করি- কুষ্ঠ রোগ নির্মূল করি” -এবারের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ২৯ জানুয়ারী বোরবার বিশ^ কুষ্ঠ দিবস উপলক্ষে সিভিল সার্জন অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদর দিনাজপুরের আয়োজনে এবং জাতীয় কুষ্ঠ কর্মসূচী এবং টিবিএল এন্ড এএসপি ওপি, ধানজুড়ী কুষ্ঠ নিরাময় কেন্দ্র ও লেপ্রা বাংলাদেশের সহযোগিতায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র‌্যালীটি’র নেতৃত্ব দেন দিনাজপুরের সিভিল সার্জন এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, লেপ্রা বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ডাঃ ডেভিড পাহান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসক ও অর্থ) মমিনুল করিম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আরোজ উল্লাহ ও সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। বিষয় ভিত্তিক প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন মেডিকেল অফিসার ডিষ্ট্রিক সার্ভিলেন, সিভিল সার্জন অফিস ডাঃ ফয়সাল আহম্মেদ রাসেল। উপকারভোগী রোগীদের মধ্যে রিনা বেগম ও লাল মিয়া তাদের চিকিৎসার অগ্রগতি বিষয় নিয়ে বক্তব্য রাখেন। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ধানজুড়ী কুষ্ঠ রোগ নিরাময় কেন্দ্রের সহকারী পরিচালক আগাপিত টুডু ও সিভিল সার্জন কার্যালয়ের যহ্মা ও কুষ্ঠ’র পিও আব্দুর রাজ্জাক। বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে কুষ্ঠ রোগে অঙ্গ বিকৃতি বা বিকলাঙ্গতা হয় না। সামাজিকতার ভয়ে যথাসময়ে চিকিৎসা নিতে দেরি করে এবং ভয়াবহতা ডেকে আনে। বক্তারা আরোও বলেন, কুষ্ঠ একটি ব্যাকটেরিয়া জনিত রোগ, জন্মগত, বংশগত বা অভিশাপের ফল নয়। সঠিক চিকিৎসা পেলে এ রোগ নির্মূল করা সম্ভব। প্রধানমন্ত্রী ঘোষনা দিয়েছেন ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ থেকে কুষ্ঠ রোগ নির্মূল করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *