,

দিনাজপুরে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

দুর্লভ রায়,দিনাজপুর প্রতিনিধিঃ ৬ মে শনিবার দিনাজপুর রাজবাটী কান্তজিউ মন্দির (নাট মন্দির) প্রাঙ্গণে “সত্য সুন্দর সমাজ গঠনে, নতুন প্রজন্মের আত্ম উন্নয়নে”- এই ব্রত নিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে জেলা, সদর উপজেলা ও যুব-কিশোর সংসদের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা।
দিনাজপুর জেলা সংসদ এর অন্যতম শ্রী দেবাঞ্জন ভট্টাচার্য’র সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শ্রী বাসুদেব ব্যানার্জী, জেলা সংসদের উপদেষ্টা ডাঃ ঈরেজ ভট্টাচার্য, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ দিনাজপুর জেলা কমিটির সভাপতি সুনীল চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর কমিটির সেক্রেটারী শ্যামল রায়, যুব-কিশোর কমিটির সভাপতি জয়ন্ত কুমার মিশ্র, সাধারন সম্পাদক দেবব্রত বর্মণ, মহিলা সম্পাদিকা মিতা চ্যাটার্জী, জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক প্রশান্ত রায় চৌধুরী জুন, কাঞ্চন ব্যানার্জী, তপন চক্রবর্তী, মিনাল চট্টপাধ্যায়, দীলিপ চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক শ্রী মৃত্যুঞ্জয় ব্যানার্জী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা ব্রাহ্মণ সংসদের সাংগঠনিক সম্পাদক সনদ চক্রবর্তী লিটু। সম্মানীত অতিথিবৃন্দ ও উপদেষ্টাবৃন্দ নব-নির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করতে গিয়ে বলেন, সমাজে ব্রাহ্মণদের শ্রেষ্ঠতা প্রমাণ করতে হবে। এরজন্য পড়াশোনা ও চর্চার খুবই প্রয়োজন। মনে রাখবেন আপনারা সমাজের ধর্মীয় নেতা। সমাজের সাধারণ মানুষ আপনাদের শ্রদ্ধা করে এবং ধর্মীয় উপদেশ মেনে চলে। তাই আপনাদের শ্রেষ্ঠতা অর্জন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *