নিজিস্ব প্রতিবেদনঃ
গত ৪ আগস্ট পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্রদের ওপর গুলিবর্ষণে দুই শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অস্ত্রধারী সন্ত্রাসী নাসিরকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাব।
মামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (২ সেপ্টেম্বর) রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৩ এর একটি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, গ্রেপ্তার নাসিরকে পাবনা পাঠানোর প্রক্রিয়া চলছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply