,

দুমকিতে কোভিড ১৯ মোকাবেলায় পুলিশের র‌্যালী

মো আজিজুল (পটুয়াখালী প্রতিনিধি) করোনা ভাইরাস কোভিড ১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশব্যাপী বাংলাদেশ পুলিশ বিভাগের জনসচেতনতা বৃদ্ধিতে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকিতে র‌্যালী, মোটর শোভাযাত্রা, জনগনের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় থানা ভবন থেকে মোটরসাইকেল শোভা যাত্রা বের হয়ে লেবুখালী বিশ্ববিদ্যালয় স্কয়ার প্রদক্ষিণ শেষে নসিব সিনেমা হল চত্তরে শেষ হয়। পরে প্রেসক্লাব, দুমকির সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

র‌্যালীতে নেতৃত্ব দেন দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান। এসময় থানার অন্যান্য কর্মকর্তা, স্থানীয় সুধীজন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। র‌্যালী শেষে ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *