শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ইউএসএআইডি এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এস ডি আর আর প্রকল্পের আয়োজনে সবিডিএম এপ্রোচ অনুসরণ করে লক্ষিত সমাজ ও পরিবারগুলোকে পারিবারিক দুর্যোগ প্রস্তুতি ও আপদকালীন কর্মপরিকল্পনা প্রনয়নে সহায়তা করার জন্য যুব স্বেচ্ছাসেবকদের দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ (নভেম্বর) সকাল ১০ টায় গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউএসএআইডি এর একটি ব্যুরো ফর হিউম্যানিটারিয়ান এ্যাসিস্ট্যান্স প্রকল্পের সহযোগিতায় সবিডিএম এপ্রোচ অনুসরণ করে লক্ষিত সমাজ ও পরিবারগুলোকে পারিবারিক দুর্যোগ প্রস্তুতি ও আপদকালীন কর্মপরিকল্পনা প্রনয়নে সহায়তা করার জন্য যুব স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে গাবুরা ইউনিয়ন এর ২৫ জন যুব স্বেচ্ছাসেবকদের একত্র করে দুর্যোগ ব্যবস্থাপনা ও আপদকালীন পরিকল্পনা প্রণয়নের উপর বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণটিতে সহযোগিতায় করেন গাবুরা ইউনিয়ন পরিষদ সদস্য বর্গ। প্রশিক্ষণ পরিচালানা করেন এস ডি আর আর প্রকল্প কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার দিপঙ্ককর সাহা। প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন এলাকার যুব স্বেচ্ছাসেবক বৃন্দ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply