,

‘দেখো মেরে ফেলেছি’, মদের বোতল ভেঙে স্বামীকে কুপিয়ে প্রেমিককে ভিডিও কল

অনলাইন ডেস্কঃ১৭ বছরের এক কিশোরী। বিয়ে হয়েছিল মাসখানেক আগে। কিন্তু সংসারে তার মন ছিল না। মন ছিল প্রেমিকের কাছে। সেই প্রেমিকের কাছে ফিরতেই নিয়েছেন এক ভয়ানক সিদ্ধান্ত? মধ্যপ্রদেশের কিশোরীর কাণ্ডে শিউরে উঠছেন সাধারণ মানুষ। ওই কিশোরী তার প্রেমিকের বন্ধুদের সহায়তায় মদের বোতল ভেঙে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে স্বামীকে। আর এ হত্যার বীভৎস দৃশ্য ভিডিও কল করে দেখিয়েছে প্রেমিককে। ইতোমধ্যে কিশোরী ও তার সহযোগীদের গ্রেপ্তারও করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে একজন নাবালক। ভারতীয় সংবাদমাধ্যমের খবর।

নৃশংস এ ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বুরহানপুরে।

ভারতীয় গণমাধ্যম আজকালের খবরে বলা হয়, নিহত রাহুলের সঙ্গে মাসখানেক আগে বিয়ে হয় কিশোরীর। তবে বিয়ের পর থেকেই প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের পরিকল্পনা করছিল সে। গত ১৩ এপ্রিল ইনদওর-ইছাপুর জাতীয় সড়কের ওপর থেকে রাহুলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার পর তিনজনই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ১৫ বছর বয়সী রাহুলকে ভাঙা মদের বোতল দিয়ে অন্তত ৩৬ বার কোপানো হয়েছিল।

এই ঘটনায় জড়িত কিশোরী ও তার সহযোগীদের গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *