দেবহাটা ব্যুরো: দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রবিবার (২৬ মার্চ) সকাল ৮টায় উপজেলা চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন দেবহাটা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, দেবহাটা প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, সরকারী কেবিএ কলেজ, দেবহাটা কলেজ, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ, সরকারী বিবিএমপি হাইস্কুল, পল্লী বিদ্যুৎ সমিতি’র দেবহাটা সাব-জোনাল অফিস, সাব-রেজিষ্ট্রি অফিস সহ রাজনৈতিক ও বিভিন্ন সরকারী-বেসরকারী সংগঠন।
পরে সরকারী বিবিএমপি হাইস্কুল মাঠে কুচকাওয়াজ, দেশ ও জাতির উদ্দেশ্যে প্রধান অতিথির ভাষন দেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা আওয়ামী লিগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াসিন আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) সানোয়ার হোসাইন মাছুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক ও শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, পল্লী বিদ্যুতের এজিএম জহিরুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাগন ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সংবর্ধনা, সাংস্কৃতি অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত, উন্নত খাবার পরিবেশন সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply