,

দেবহাটায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা ও মঙ্গল শোভাযাত্রা

দেবহাটা প্রতিনিধিঃ “সাধুগনের পরিত্রান দুষ্টদিগের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ন হই” শ্রীকঞ্চের এই বানীকে সামনে রেখে মহাবতার ভগবান শ্রীকৃঞ্চের আবির্ভাব তিথি উদযাপনের লক্ষ্যে দেবহাটার ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোকুলানন্দ পাটবাড়ি মন্দিরের সার্বিক ব্যবস্থাপনায় বৃহষ্পতিবার ১৮ আগষ্ট, ২২ ইং সকাল ১১ টায় পাটবাড়ি মন্দির প্রাঙ্গনে এক ভগবত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি ডাঃ দেবপ্রসাদ মন্ডল। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, মোহনা টিভির প্রতিনিধি আর.কে.বাপ্পা, অধ্যাপক স্বপন কুমার দে, আশ্রম সেবায়িত স্বপন গোস্বামী, আশ্রম সেবায়িত তপন গোস্বামী, আশ্রম সেবায়িত রতন গোস্বামী, সঞ্জয় গোস্বামী, গোপাল গোস্বামী, গোবিন্দ গোস্বামী, শিক্ষক গৌর চন্দ্র পাল, চিকিৎসক গৌরাঙ্গ ঘোষসহ প্রমুখ। পরে এক মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী গোকুলানন্দ পাটবাড়ী মন্দির থেকে উক্ত শোভাযাত্রাটি বের হয়ে দেবহাটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দেবহাটা পাটবাড়ীতে এসে শেষ হয়। পরে পাটবাড়ি মন্দির প্রাঙ্গনে গীতা আলোচনা সভা ও শিশুদের জন্য কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *