আব্দুল্লাহ আল মামুন,দেবহাটাঃদেবহাটা উপজেলা বিডি ক্লিন টিম নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার পরিস্কার পরিচ্ছন্নতা কাজ করেছে। ১৪ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ ও তার আশপাশে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান করা হয়। উক্ত পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিডি ক্লিন টিম এর সমন্বয়ক ইমন আহছান, দেবহাটা বিডি ক্লিন টিম এর সহ-সম্পাদক তাইবুর আহমেদ, দেবহাটস বিডি ক্লিন টিম এর সমন্বয়ক লজিস্টিক তহীদুল ইসলাম, আরো উপস্থিত বিডি ক্লিন টিম এর সদস্য আরমান হোসেন, শাহীন গাজী ও সাকিব ইসলাম প্রমুখ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply