,

দেশ গঠনের পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দলই হচ্ছে বিএনপি ————অধ্যাঃ ডাঃ শহিদুল আলম

হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলহাজ্ব ডাঃ শহিদুল আলম। শনিবার (০৫ এপ্রিল-২৫) সকাল ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শহিদুল আলম বলেন আগামীতে দেশ গঠনের পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দলই হচ্ছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে দলকে সু সংগঠিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। সকল ভেদাভেদ ভূলে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে কাজ করতে হবে। শেখ মুজিবের আমলে বাকশালী কায়দায় মাত্র ৪টি পত্রিকা রেখে বাকী সকল পত্রিকা বন্ধ করে দিয়েছিলো। সেই যায়গা থেকে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবাদপত্রকে স্বাধীনতা দিয়েছিলেন। সে কারণেই আমরা সাংবাদিক বৃন্দের সার্বিক সহযোগীতা কামনা করছি। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি শেখ নুরুজ্জামান, সাবেক তথ্য বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *