এম কামরুজ্জামান সাতক্ষীরা,শ্যামনগর প্রতিনিধিঃসাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার হরিশখালী ( ৯ নংসোরা গ্রামের) আলহাজ্ব মুনসুর আলী মালীর ছোট পুত্র আবু হাসান মালী (২৯) গত ২৮ জুন রাত্রে নিজ ঘেরের বাসায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় সুত্রে জানা যায়,শনিবার ২৯ জুন সকাল ৭টায় মৃত আবু হাসানের মৎস্য ঘরের পাশের ঘের মালিক দাউদ গাজীর ছেলে আব্দুল জলিল প্রথমে হাসানের লাশ দেখে খবর দেন সুপ্রভাত পত্রিকার গাবুরা প্রতিনিধি ও উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল হুদা মালীর কাছে।খবর পেয়ে হুদা মালী ছুটে যেয়ে দেখেন রশিতে ঝুলছে তার ছোট ভাই।এ বিষয়ে সাংবাদিক আল হুদা মালী জানান, প্রতিদিনের মত তার ভাই মাছের ঘেরে যান। শনিবার ভোরে তিনি সংবাদ পান ভাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে পুলিশ ফোর্স ঘটনা স্থলে পাঠিয়ে লাশ উদ্ধার করে সাতক্ষীরায় ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পরে প্রকৃত ঘটনা জানা যাবে তখন আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply