মনিরুজ্জামান জুলেট,শ্যামনগর সাতক্ষীরাঃ নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সদস্য পর্যায়ে দুই দিন ব্যাপী “ঘাত সহনশীল জাতের ফসল চাষ” বিষয়ক অনাবাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ও মঙ্গলবার কৈখালী ইউনিয়নের লিলি রানীর প্রসপারিটি বাড়িতে এ কর্মশালার আয়োজন করা হয়।
নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের উদ্যোগে ও পিকেএসএফ এর আর্থিক সহায়তায় প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষনার্থীদের কারিগরি পরামর্শ প্রদান করেন এবং উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল হুদা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিএফ এর প্রোগ্রাম অফিসার মোঃ তানভীর আহমেদ ।
সভাপতিত্ব করেন গণমুখী ফাউন্ডেশন কৈখালী শাখা ব্যবস্থাপক মোঃ শফিউল আজম । এই সময় আর উপস্থিত ছিলেন শাখা হিসাব রক্ষক মোঃ মনিরুজ্জামান, এসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার মোঃ আশরাফুল ইসলাম ও মোঃ মজিবুল হক, সহকারি নিউট্রিশন মোঃ রবিউল ইসলাম ও ইব্রাহিম হোসেন প্রমুখ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply