,

নওয়াবেকী-পাখিমারা ঘাটের ফেরি অধিকাংশ সময় বন্ধের অভিযোগ উঠেছে

মোঃ নুরউল্লাহ হোসেন,আটুলিয়া প্রতিনিধিঃসাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী-পাখিমারা ঘাটে ফেরি সার্ভিস চালুর ফলে উপকূলীয় পদ্মপুকুর, গাবুরা, আশাশুনি উপজেলার প্রতাপনগরসহ পার্শ্ববর্তী কয়রা উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা যায়, শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর দুই তীরের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ ও দ্রুততর করতে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নওয়াবেকী-পাখিমারা ফেরিঘাট নির্মাণ করা হয়েছে।

দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুর ও গাবুরায় সড়ক যোগাযোগের জন্য বহু প্রতীক্ষিত নওয়াবেকী-পাখিমারা ঘাটে ফেরি অধিকাংশ সময় বন্ধের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা ১১টায় ফেরিটি বন্ধ থাকে এ সময় ফেরির কেবিনের ভিতরে খালাসি শহীদুজ্জামান শুয়ে থাকতে দেখা যায়। কাছে যেয়ে বিভিন্ন প্রশ্ন করলে তিনি সাংবাদিক দের প্রশ্নের জবাবে বলেন গত ১৫ দিন যাবত ফেরি অধিকাংশ সময় বন্ধ থাকে ।পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের রাস্তা জরাজীর্ণ ভাঙ্গাচড়ার কারণে আমাদের পরিবহন চলাচল কম । এমনটা বলছে । খালাসি শহীদুজ্জামান আরও বলেন আমাদের ফেরিতে মোট ৪ জন । ২ জন চালোক বাসায় যাওয়ায় ফেরি টি এখন বন্ধ আছে । এমত অবস্থায় পূর্বের ন্যয় নৌকায় চলাচল করতে হয়
স্থানীয় জনসাধারণের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *