,

নড়াইলের লোহাগড়ায় হয়রানি থেকে রক্ষা পেতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন।

নিজস্ব প্রতিবেদকঃ

নড়াইলের লোহাগড়ায় হয়রানি থেকে রক্ষা পেতে এক সংবাদ সম্মেলনে অঙ্গীকারনামা ও বিবৃতি প্রকাশ করেন উপজেলার মল্লিকপুর গ্রামের মোঃ হাবিবুর রহমান এর ছেলে ব্যবসায়ী মোঃ হিরোক মন্ডল।

১৯ নভেম্বর রবিবার সকালে তার লক্ষীপাশার নিজ প্রতিষ্ঠানে তিনি সংবাদ সম্মেলনে অঙ্গীকারনামা ও বিবৃতি প্রকাশ করে বলেন আমি বাংলাদেশের একজন সুনাগরিক বটে, আমার পরিবার আমার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, আমি কৃষি কাজের পাশাপাশি ব্যবসা করে জীবিকা নির্বাহ করি, সম্প্রতি একটা দুষ্টু চক্র আমায় রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত করে প্রোপাগান্ডা ছড়িয়ে আমার পারিবারিক এবং ব্যবসায়ীক সুনাম নষ্ট করার পাঁয়তারা করিতেছে।
এতে আমার পারিবারিক ও ব্যবসায়ীক মান সম্মান ক্ষুন্ন হচ্ছে।

এরূপ কেউ যদি এরকম প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের মান হানি ঘটায় তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হইবো।

আমি আরও ঘোষণা করিতেছি যে আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, এবং সংবিধান অনুযায়ী সকল নাগরিক দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।

আমি আরও ঘোষণা করিতেছি যে আমি রাষ্ট্র বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত নহে ও ভবিষ্যৎতে রাষ্ট্র বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হইবো না, আমি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের সহিত জড়িত নহে এবং সরকার বিরোধী কোনো ষড়যন্ত্রমুলক কর্মকান্ডে জড়িত নহে ও কোনরুপ সহিংসতামূলক সম্পৃক্ত নহে, এছাড়া আমার অতীতে কোনো দন্ডে জড়িত হওয়ার রেকর্ড নাই, ভবিষ্যতে সকল অপরাধ মূলক কর্মকান্ড থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিরত রাখিবো, আমি সম্পূর্ণরূপে একজন নির্দলীয় এবং অরাজনৈতিক ব্যক্তি ও বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধাশীল, আমি আমার পরিবার সরল জীবন যাপনে ব্যস্ত রাখতে সচেষ্ট ও অঙ্গীকারবদ্ধ, আমি দীর্ঘদিন যাবত প্রবাসে থেকে দেশে এসে এই ১২ বছর ব্যবসার সাথে জড়িত আছি, লোহাগড়া বাজারে ঢাকা ফ্যাশন ও লক্ষীপাশা মহাজন রোডে নিহাল অটো এন্ড সার্ভিস সেন্টার পরিচালনা করিতেছি।

সংবাদ সম্মেলনে মোঃ হিরোক মন্ডল সর্বশেষ বলেন আমি নড়াইল জেলার পুলিশ সুপার মহোদয় ও লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব এর নিকট ভবিষ্যতের জন্য একটা লিখিত পত্র জমা দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *