,

নবীনগরে ২ বছরের সন্তান সহ গৃহবধূ নিখোঁজ

এস.এম অলিউল্লাহ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২ বছরের কন্যা সন্তান সহ এক গৃহবধূ ৫ দিন ধরে নিখোঁজ হবার খবর পাওয়া গেছে।সম্ভাব্য সব স্থানে খোঁজাখুজির পর না পেয়ে এ ব্যাপারে ঐ গৃহবধূর শশুর করিম মিয়া নবীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায় নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শ্রীঘর (বগাহানী) গ্রামের প্রবাসী সুমন মিয়ার স্ত্রী মিম আক্তার (২২) তার ২ বছরের একমাত্র কন্যা শাহিনা আক্তার কে নিয়ে গত ৩১ অক্টোবর থেকে নিখোঁজ।
গৃহবধূর শশুর করিম মিয়া জানান গত বেশ কয়েকদিন ধরেই পুত্রবধূর আচার-আচরণ ছিলো সন্দেহজনক। সে দীর্ঘক্ষণ মোবাইলে কার সাথে যেন কথা বলতো।আমরা ভেবেছিলাম আমার প্রবাসী ছেলের সাথেই বোধ হয় কথা বলে।কিন্তুু এখন বুঝতে পারছি কারো সাথে হয়তো পরকীয়ার সম্পর্কে জড়িয়ে সে বাড়ি থেকে আমার ২ বছরের নাতনিকে নিয়ে পালিয়েছে।গত ৫ দিন ধরে সম্ভাব্য সব স্থানে খোঁজে অবশেষে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি।

ঘটনার পর ছেলের শশুর বাড়ি কুমিল্লার বাঙ্গরা বাজার থানার গাজীপুর গ্রাম সহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়ে কোথাও তাঁকে পাওয়া যায়নি।
নিখোঁজ মিম গাজীপুর গ্রামের ইউসুফ মিয়া ও কোহিনূর বেগমের কন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *