সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট ডাম্পিং না থাকায় এলাকাবাসীর দুর্ভোগ দূর করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোমেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে বলে জানান তিনি। ১ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক সাংবাদিকদের বলেন, নাসিক ১ নং ওয়ার্ড এলাকাবাসীর বাসা-বাড়ীর ময়লা হীরাঝিল পরিত্যক্ত জায়গা ফেলার কারনে এলাকাবাসীর সমস্যা হচ্ছে সেটা আমি বুঝি। কারন ময়লা ফেলার জন্য সিটি কর্পোরেশনের নির্দিষ্ট জায়গা না থাকায় এখানে ফেলতে হচ্ছে। তবে এলাকাবাসীকে এ সমস্যা থেকে অচিরেই মুক্তি দেওয়া হবে। আগামী ৩ মাসের মধ্যে ডাম্পিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। কাউন্সিলর সাংবাদিকদের আরও বলেন, আমি কাউন্সিলর না হওয়ার আগ থেকে উক্ত স্থানে ময়লা ফেলা হয়। এলাকাবাসীর অসুবিধা হোক তা আমি চাইনা। মেয়র মহোদয়ের সাথে এলাকাবাসীর এ সমস্য্যার ব্যাপারে তাকে অবগত করা হয়েছে। মেয়র অতি দ্রুত এ সমস্যা সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন। এলাকাবাসীর উদেশ্যে কাউন্সিলর হাজী ওমর ফারুক বলেন, আপনাদের সমস্যা মানে আমার সমস্যা। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। আপনাদের সেবা করা আমার কাজ। আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর আপনারা দেখেছেন এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। ময়লার ফেলার কারনে যে সমস্যা হচ্ছে তা আমি সমাধান করবো অল্প কিছু দিনের মধ্যে। ময়লার কারনে এরাকাবাসীর সমস্যা হওয়ার কারনে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন কাউন্সিলর ফারুক।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply