নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহযোগিতায় নাসিক ৭নং ওয়ার্ডে মশক নিধন কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে এ কর্মসূচির নেতৃত্ব দেন ওয়ার্ডের কৃতি সন্তান ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর।
উদ্বোধনী কার্যক্রমে ওয়ার্ডের বিভিন্ন সড়ক, অলিগলি এবং বসতবাড়ি এলাকায় মশা নিধন স্প্রে ছিটানো হয়। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়সমূহ তুলে ধরে প্রচারপত্র বিতরণ করা হয়।
লিফলেটে জমে থাকা পানি সরানো, বাসাবাড়ির পরিবেশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণের নির্দেশনা উল্লেখ করা হয়।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, তরুণ নেতাকর্মী ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এলাকাবাসীরা জনস্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগকে সময়সাপেক্ষ ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।
এ বিষয়ে এড. রাকিবুর রহমান সাগর বলেন—
“ডেঙ্গু প্রতিরোধে মূল দায়িত্ব আমাদের সবার। ব্যক্তিগত সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগই পারে এই সংকট মোকাবিলা করতে। আমি চাই—৭নং ওয়ার্ড হোক পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়ার্ডের উদাহরণ।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply