সুব্রত দাশঃনিজামপুর সমাজ কল্যাণ সমিতির মাসিক যৌথ সভা গতকাল ৭ই জুন (শুক্রবার) ছোটকমলদহ সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সমপন্ন হয়েছে !
গতকার ৭ই জুন (শুক্রবার) চট্টগ্রাম জেলার দুই উপজেলা মিরসরাই এবং সীতাকুণ্ড (আংশিক) উপজেলার স্বজাতিদের নিয়ে গঠিত নিজামপুর সমাজ কল্যাণ কমিটির মাসিক যৌথ সভা সমিতির সাংগঠনিক সম্পাদক নিতাই চন্দ্র দাশের পরিচালনায় এবং ডাঃ মানিক লাল দাশের সভাপতিত্বে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সমপন্ন হয়।
এইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য সচিব মাষ্টার স্বপন কুমার দাশ, চেয়ারম্যান অনিল বরণ দাশ (ফ্যাশকার), উপদেষ্টা বাদল চন্দ্র দাশ ,অনিল চন্দ্র দাশ। নিজামপুর সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রতন কুমার দাশ। সহ-সাধারণ সম্পাদক অর্জুন কুমার দাশ। শিক্ষা সম্পাদক মাষ্টার কাঞ্চন চন্দ্র দাশ। সহ-সভাপতি গোরাঙ্গ মোহন দাশ। সদস্য রতি রঞ্জন দাশ , সুমন চন্দ্র দাশ, শিমুল চন্দ্র দাশ, স্বপন কুমার দাশ, শিবু কুমার দাশ, শঙ্কর দাশ, কানু চন্দ্র দাশ, শ্যামল চন্দ্র দাশ, অসিম দাশ আবু দীপক দাশ প্রমুখ ।
সভা শেষে আগামী ২৫শে ডিসেম্বর (বড়দিন) এক অনুষ্ঠানের মাধ্যমে নিজামপুর সমাজ কল্যাণ সমিতির আওতাধীন সকল সদস্যের মধ্যে এস এস সি এবং এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এই জন্য সভায় সবার সম্মতিক্রমে শিক্ষা সম্পাদক মাষ্টার কাঞ্চন চন্দ্র দাশের নেতৃত্বে একটি উপ কমিটির ঘোষণা দেওয়া হয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply