মোঃ শাহজাহান বাশার,স্টাফ রিপোর্টারঃ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়ে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার সকালে সিলেটে একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিইসি উল্লেখ করেন, সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বিষয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করবে নির্বাচন কমিশন।
সিইসি আরও জানান, প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তবে প্রথম বছরেই সব প্রবাসী ভোটারকে তালিকাভুক্ত করা সম্ভব নয়। পর্যায়ক্রমে এই কাজ সম্পন্ন করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।
জাতীয় নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে এ এম এম নাসির উদ্দীন বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন। তবে তা অবশ্যই নীতিমালার আওতায় থেকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হতে হবে। ভোটার আইডি সংশোধনে আর্থিক দুর্নীতির বিষয়ে তিনি বলেন, এর সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। নির্বাচন কমিশন দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য কঠোর অবস্থানে থাকবে।
সিইসি-র এই বক্তব্যে জাতীয় নির্বাচন এবং প্রবাসী ভোটার অন্তর্ভুক্তি বিষয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। সাংবাদিকদের স্বাধীনতা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি নির্বাচন কমিশনের স্বচ্ছ ও কার্যকর ভূমিকার দিক নির্দেশ করে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply