,

নিম্নচাপের প্রভাবে রামপাল মোংলায় গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি

লায়লা সুলতানাঃবঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী এলাকা রামপাল মোংলায় শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কনকনে ঠান্ডার সঙ্গে বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগের যেন শেষ নেই।

শুক্রবার (২০ অক্টোবর) রাত থেকেই শুরু হয় গুঁড়ি গুঁড়ি এ বৃষ্টি। শনিবার সকালেও পুরো উপকূল জুড়ে এ বৃষ্টি অব্যাহত থাকে। এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার স্থানীয় নিম্নআয়ের মানুষ ও মোংলায় বেড়াতে আসা পর্যটকরা। মোংলা ফেরি ও খেয়াঘাট পারাপারে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষও। বিভিন্ন এলাকায় দেখা গেছে, বৃষ্টির কারণে দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকদের কাজ করতে বেশ কষ্ট হচ্ছে। শহরের মূল বাজারে ক্রেতাদের আনাগোনাও কমে গেছে।

মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ভোর রাত থেকে দুপুর ১২টা পর্যন্ত বাগেরহাটে ১ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এ সময় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমকি ৮ ডিগ্রি সেলসিয়াস। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যহত থাকবে।

এদিকে, পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হলেও মোংলা বন্দরে বিদেশি জাহাজে পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে। 

শনিবার সকাল থেকে টানা বৃষ্টির মধ্যেও বন্দরের ১৫টি বিদেশি জাহাজে পণ্য ওঠানামা করা হচ্ছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *