,

নূরনগর মহিলা দাখিল মাদ্রাসার নতুন পরিচালনা কমিটি গঠন

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর মহিলা দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক গত ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুমোদিত এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।

বোর্ডের অনুমোদিত প্রজ্ঞাপনে ভূমি দাতা পরিবারের সদস্য শেখ লিয়াকত হোসেনকে সভাপতি করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন:-

সাধারণ শিক্ষক সদস্য: গোলাম মোস্তফা, মো. আব্দুল আলীম

সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য: রেশমা আরজু

অভিভাবক সদস্য: মাছুম বিল্লাহ, হাফেজ সাইফুল্লাহ, মো. আশরাফ হোসেন গাজী, শরিফুল ইসলাম

সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য: মাহফুজা খাতুন

প্রতিষ্ঠাতা সদস্য: জি. এম আমিনুল ইসলাম

দাতা সদস্য: শেখ লিয়াকত হোসেন

প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, প্রবিধানমালা ২০০৯ অনুসারে প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে এ কমিটি যে কোনো সময় বাতিল করা যাবে। বর্তমান মেয়াদ শেষে বিধি মোতাবেক নতুন নিয়মিত গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।

কমিটি অনুমোদনের পরবর্তী ৩০ দিনের মধ্যে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি শেখ লিয়াকত হোসেন বলেন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া হবে। অতীতে অনিয়ম ও দুর্নীতির কারণে উন্নয়ন ব্যাহত হয়েছে, যা আর হতে দেওয়া হবে না।

সভার সিদ্ধান্তে শিক্ষানুরাগী ভূমি দাতা সদস্য হিসেবে রেক্সোনা খাতনের নাম অনুমোদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *