মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নোয়াখালী জেলার চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং মালামাল উদ্ধার করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চাটখিল ও সোনাইমুড়ী ইউনিট।
সোমবার (১২ আগস্ট) দুপুর ১২টায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নোয়াখালী জেলা কমান্ডেন্ট কার্যালয় থেকে এসব উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট রোকসানা বেগম (বিভিএমএস) নিজ হাতে নোয়াখালী আর্মি ক্যাম্প এর উপঅধিনায়ক মেজর রিফাত আনোয়ার (পিএসসি,জি) এর নিকট উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- রাজিবুল আলম (সদর), উম্মে সালমা (সোনাইমুড়ী), মনোয়ারা বেগম (চাটখিল) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মামুনুর রশীদ (সদর), নুরুল আলম (সোনাইমুড়ী), মোমেনা আক্তার (সদর) প্রশিক্ষক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নোয়াখালীসহ সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে- সোনাইমুড়ী থেকে ৭.৬২ মি.মি রাইফেল ১টি, পিস্তল ২টি, গ্যাস গান ২টি, পিস্তলের গুলি ১১ রাউন্ড, রাইফেল বুলেট ৬৩৫ রাউন্ড, রাবার কার্তুজ ৬৭টি, সীসা কার্তুজ ১২টি, পাইপগান ১টি, হ্যান্ডকাফ ৩ সেট, টিয়ারশেল ৭টি এবং সাউন্ড গ্রেনেড ৪টি।
চাটখিল থেকে ৭.৬২ মিমি এসএমজি ১ টি, শর্টগান ৫টি, সীসা কার্তুজ ২০ টি, রাইফেল বুলেট ১২০ রাউন্ড, টিয়ারশেল ৩ টি, হ্যান্ডকাফ ৪ সেট, হ্যান্ডমাইক ১টি, ওয়ারলেস ১টি, ওয়াকিটকির ব্যাটারি ২টি, ট্র্যাফিক সিগন্যাল লাইট ১টি, ৭.৬২ মিমি এসএমজি এর ম্যাকজিন ১টি, ল্যাপটপ ২টি, কিবোর্ড ১টি এবং মাউস ১টি।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডেন্ট রোকেয়া বেগম জানান স্ব স্ব উপজেলা কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে এ সব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে কিছু কিছু অস্ত্র ভিকটিমরা স্বেচ্ছায় জমা দেয়।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply