,

নোয়াখালীতে প্রাণিসম্পদ ও ডেইরি প্রকল্পের দুই দিনব্যাপী ব্যবসা পরিকল্পনা প্রণয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলায় প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় পিজি ও নন পিজি সদস্যদের দুই দিনব্যাপী ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের হলরুমে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ডাইরেক্টর, নোয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সুবর্ণচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, ব্যাংক অফিসার এবং ব্যবসা প্রশাসনের শিক্ষক।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ ফখরুল ইসলাম বলেন, এই প্রশিক্ষণ প্রাপ্তির ফলে খামারীরা আধুনিক পদ্ধতিতে প্রাণি পালন, প্রাণিজাত পন্য উৎপাদন এবং এসব পন্য বিপণন ও বাজারজাত করণে প্রকৃত জ্ঞান অর্জন করে লাভবান হতে পারবে। যার ফলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণ সহজ হবে।
প্রাণিজাত পুষ্টি আমিষের প্রাপ্ততা সহজলভ্য হবে এবং মেধাবী জাতি গঠনে প্রাণিসম্পদ সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৪০ জন খামারী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন,প্রশিক্ষন পেয়ে খামারীগন সন্তোস প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *