মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
সোমবার (২ সেপ্টেম্বর) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম। তবে তিনি তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ দিনের টানা বৃষ্টি ও ফেনীর মুহুরী নদীর পানি নোয়াখালীতে ঢুকে বন্যার সৃষ্টি হয়।
এতে নোয়াখালীর ৮টি উপজেলার অনেক জায়গায় কোমর ও হাঁটু পরিমাণ পানি উঠে যায়। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গত ১৪ দিনে সদর, কবিরহাট, সুবর্ণচর সহ প্রত্যন্ত অঞ্চলে সাপের কামড়ে আহত হয়ে ২৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম আরও বলেন, গত ২৪ ঘন্টায় ২৫ জনকে বন্যা কবলিত এলাকার মাঠে-ঘাটে কিংবা বাসা-বাড়িতে কাজকর্ম করার সময় সাপ তাদের দংশন করে। অতি বৃষ্টি ও বন্যার কারণে এসব সাপ গর্ত থেকে বাহিরে আসছে বলে ধারণা করছে স্থানীয়রা।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply