মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ আলাইয়াপুর ইউনিয়নে কবির হোসেন (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) আলাইয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলাইয়ার পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কবির হোসেন স্থানীয় হাজী বাড়ির নুর নবীর ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত কবির হোসেন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। দীর্ঘ ১৬ বছর তিনি এলাকার বাইরে ছিলেন। আজ সুজায়েতপুর জামে মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি যাওয়ার পথে একদল দুর্বৃত্ত সিএনজি যোগে প্রথমে পায়ে ও পেটে গুলি করে। পরে তাকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তবে কে বা কারা কেন হত্যা করেছে এ বিষয়ে এখন ও কিছু জানা যায়নি।
এই ঘটনায় বেগমগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ লিটন মিয়া জানান বিষয় টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply