,

নোয়াখালীতে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার সফল উদ্যোক্তা সম্মাননা প্রধান

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচরে বেসরকারি উন্নয়ন সংস্থা সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার উপকারভোগী খামারী উদ্যোক্তাদের আনুষ্ঠানিক ভাবে সম্মাননা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০ টায় সাগরিকার প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি খাতে উদ্ভাবনী ও টেকসই উদ্যোগ গ্রহণে উল্লেখযোগ্য অবদান রাখা উদ্যোক্তাদের এ সম্মাননা প্রদান করে সংস্থার সমন্বিত কৃষি ইউনিট।
অনুষ্ঠানে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর জুলফিকার আলীর সঞ্চালনায় ও সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নোয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক নুর হাসান সজীব, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, সাগরিকার কৃষি কর্মকর্তা শিবব্রত ভৌমিক প্রমুখ।
আলোচনার অংশ নিয়ে সাগরিকার কর্মকর্তারা জানান, সাগরিকার কৃষি ইউনিটের তত্ত্বাবধানে উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারে সফল খামারীদের স্বীকৃতি প্রদান করা হয়। এমন আয়োজন কৃষকদের মাঝে উদ্দীপনা সৃষ্টি করবে এবং টেকসই কৃষি ও মৎস্য উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়াও উদ্যোক্তাদের সাফল্য অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে।
অনুষ্ঠান শেষে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতে দু’জন করে মোট ৬ জন সফল খামারী ও উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *