,

নোয়াখালীতে স্ত্রীকে গলা কেটে হত্যা চেষ্টা,স্বামী পলাতক

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সুবর্ণচরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী মান্নান পলাতক রয়েছে।
২৪ অক্টোবর (শুক্রবার) দিবাগত রাত আনুমানিক ২ টার সময় উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছেমাইওয়ালা গো বাড়িতে
এই ঘটনা ঘটে। এ ঘটনায় নজির আহমেদের মেয়ে লাকি আক্তার (৩২) গুরুতর আহত হন।
জানা যায়, দশ বছর আগে নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম ধর্মগঞ্জ গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মান্নানের সাথে লাকি আক্তারের বিবাহ হয়, লাকি আক্তারের পূর্বের সংসারের সুরাইয়া নামের তেরো বছরের একটি কন্যা সন্তান রয়েছে, লাকি আক্তার ও মান্নান দম্পতির গত একবছর যাবৎ বনিবনা হচ্ছে না, এই নিয়ে একাধিক বার সালিসি বৈঠক ও হয়েছে, লাকি আক্তার প্রতিদিনের মত ঘটনার রাতে তার মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন, রাত প্রায় ২ টার দিকে স্বামী মান্নান সিঁধ কেটে ঘরে ডুকে স্ত্রী লাকি আক্তারকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করে, এসময় লাকি আক্তার ও তার মেয়ের সৌর চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে মান্নান পালিয়ে যায়, স্থানীয়রা এসে লাকি আক্তারকে রক্তাক্ত অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে যায়, বর্তমানে লাকি আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তার অবস্থা সংকটাপন্ন, ডাক্তারেরা জানিয়েছেন তার চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা প্রয়োজন, যা এ গরীব পরিবারের পক্ষে সম্ভব নয়।
লাকি আক্তারের ভাই আনোয়ার হোসেন বলেন, আমার বোনকে হত্যা করার জন্য তার স্বামী মান্নান জবাই করেছে, সে প্রাণে বাঁচলেও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ঘাতক মান্নানকে গ্রেফতার করে কঠিন শাস্তির দাবী করছি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *