,

নোয়াখালীর সুবর্ণচরে গ্রাম পু্লিশের ওপর সন্ত্রাসী হামলা

মোঃ আবুল বাসার,নোয়াখালী,প্রতিনিধিঃ

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট বাজারে সন্ত্রাসীদের হামলায় ৪ গ্রাম পুলিশ আহত হয়েছে, ৬ জুলাই রাত ৮ টায় বাজারের আব্দুল মান্নানের চা দোকানে এ হামলার ঘটনা ঘটে। আহত গ্রাম পুলিশগণ হলেন,চর তেরাব আলী গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ জাফর উল্লাহ(৫০),একই গ্রামের মাহফুজুল হকের ছেলে,আবদুর রহিম (৫২),আবদুর ছোবহানের ছেলে মোঃ রুহুলআমিন( ৪৭)ও শেখ ফরিদের ছেলে মোঃ মোস্তফা (৩০)।
হামলার শিকার গ্রাম পুলিশগন জানান
হামলাকারি সন্ত্রাসীরা হলেন, মোঃকচি, চাঁন মিয়া, শাহাদাত, বেচু, কামরুলসহ ৫ /৬ জন।সরজমিনে গিয়ে জানা যায় সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক মোঃ ফারুক হোসেন আব্দুল মান্নান চা দোকানে পিছনে বসে সহপার্টিদের নিয়ে চা খাচ্ছিলেন,এ সময় ওই দোকানে ঢুকে কচির নেতৃত্বে ৫/৬ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোঃ ফারুক হোসেন কে এলোপাথারী মারধর করছে ঐ সময় দোকানের সামনে বসা ছিলেন গ্রাম পুলিশেরা, মারধরের শব্দ শুনে গ্রাম পুলিশ গন ফারুককে রক্ষা করতে এগিয়ে এলে তাদের উপর ছড়াও হয়ে দুর্বৃত্তরা ৪ জন গ্রাম পুলিশ কে বেধম মারধর করে পালিয়ে যায়,ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীরা হলেন
৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের চর আলা উদ্দিন গ্রামের ৪ নং ওয়ার্ড, বেলাল মেম্বার বাড়ীর মোঃ রুহুল আমিনের পুত্র মোঃ
কচি ওরপে কচিয়া চোরা,কামরুল,শাহানাজ,চাঁন মিয়া, ও বুদ্ধিয়াসহ ৫/৬ জন। তাদের বিরুদ্ধে চরজব্বর থানায় নারী নির্যাতন,সন্ত্রাসী কর্মকাণ্ড,মাদক,রোহিঙ্গা পাচারসহ একাধিক মামলা রয়েছে
এছাড়াও চরজব্বর থানায় একাধিক অভিযোগ এবং কোর্টে একাধিক মামলা রয়েছে।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাউছার আলম ভূঁইয়া জানান গ্রাম পুলিশ সদস্যরা আমাদের একটা অংশ তাদের উপর হামলা কোন ভাবে মেনে নেওয়া যায় না, হামলার ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি,হামলাকারীদের ধরতে পুলিশ মাঠে কাজ করছে,তাদের ধরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *