মোঃ আবুল বাসার,নিজস্ব প্রতিনিধি নোয়াখালীঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় টেকসই কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উদ্বুদ্ধ করতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সাধারণ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৫ ডিসেম্বর) উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এ প্রণোদনা কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফখরুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফয়জুর রহমানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ কর্মসূচির আওতায় মোট ২ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। চলতি রবি শস্য মৌসুমে ১ হাজার কৃষককে চিনাবাদামের বীজ ও সার এবং অপর ১ হাজার কৃষককে সয়াবিনের বীজ ও সার প্রদান করা হয়। প্রতিটি কৃষক ১০ কেজি চিনাবাদাম বীজের সঙ্গে ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার এবং ৮ কেজি সয়াবিন বীজের সঙ্গে ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ইউ এন আকিব ওসমান বলেন, সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষকদের পাশে রয়েছে। টেকসই কৃষি উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে সময়োপযোগী মানসম্মত বীজ এবং সার বিতরণ করা হচ্ছে। তিনি কৃষকদের এসব উপকরণ সঠিকভাবে ব্যবহার করে কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী চাষাবাদ করার আহ্বান জানান।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানানো যায়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply