,

নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

মোঃ আবুল বাসার,নিজস্ব প্রতিনিধি,নোয়াখালীঃনোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলায় স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন (এনটিজেএ)’ এর ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নোয়াখালী প্রেস ক্লাব ভবনে নোয়াখালী জেলায় কর্মরত টেলিভিশন (টিভি) সাংবাদিকদের নিয়ে একটি সাংবাদিক সংগঠন করার লক্ষ্যে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে বৈশাখী টিভির নোয়াখালী প্রতিনিধি লিয়াকত আলী খানকে আহবায়ক, এখন টিভির নোয়াখালী প্রতিনিধি নাসিম শুভকে সদস্য সচিব, এস.এ টিভির নোয়াখালী প্রতিনিধি আবদুর রহিম বাবুলকে যুগ্ম আহবায়ক, নাগরিক টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ সোহেলকে যুগ্ম আহবায়ক করা হয়।
এছাড়া নিউজ ২৪ এর নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, মাই টিভির নোয়াখালী প্রতিনিধি ইউনূস শিকদার বাহার ও গ্লোবাল টিভির নোয়াখালী প্রতিনিধি আবু রায়হান সরকারকে সদস্য করা হয়।
এই কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রনয়ণ, লগো ও সদস্য ফরম তৈরি করে সাধারণ সদস্য অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিটি গঠনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করে নির্বাহী কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *