,

নোয়াখালী বিভাগ ঘোষনার দাবীতে বিক্ষোভ

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে সোনাইমুড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ করে আন্দোলনকারীরা। 

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে এবার সোনাইমুড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় ঢাকা-নোয়াখালী মহাসড়কে প্রায় এক ঘণ্টা ধরে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে টানা কয়েক ঘণ্টাব্যাপী নোয়াখালী বিভাগের দাবিতে প্রচণ্ড বৃষ্টির ভেতর সোনাইমুড়ী বাইপাস চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির নেতারা ছাড়াও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিক সংগঠন, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বৃহত্তর নোয়াখালীর প্রায় এক কোটি মানুষের বসবাস। নোয়াখালী বিভাগ করার দীর্ঘদিনের এ দাবি সময়ের প্রয়োজনে এখন যৌক্তিক।
মানববন্ধনে বক্তব্য দেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব রেজায় রাব্বি মাহবুব, উপজেলা জামায়াত নেতা ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিনসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
মানববন্ধনের সময় আন্দোলনকারীরা ঢাকা-নোয়াখালী মহাসড়কের সোনাইমুড়ী বাইপাস চত্বরে আন্তঃজেলা বাসসহ যানবাহন বন্ধ করে দেন। প্রায় এক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লারা যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *