,

নোয়াখালী সুবর্ণচরে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আবুল বাসার,নোয়াখালী,প্রতিনিধিঃ
তারেক রহমানের নির্দেশক্রমে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সু-সংগঠিত করার লক্ষে সারাদেশে তিনমাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেন জাতীয়তাবাদী কৃষকদল। তারই অংশ হিসাবে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২০ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের পূর্ব চরমজিদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
পূর্বচরবাটা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ সাহাব উদ্দিনের সভাপতিত্বে কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ডাঃ সোহান উদ্দিনের সঞ্চালনায় উক্ত কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্নসম্পাদক শাহ আবদুল্যাহ আল বাকী।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক জি এস আবব্দুর জাহের হারুন,জেলা কৃষকদলের যুগ্নআহবায়ক মোঃ হানিফ,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক আলা উদ্দিন,ইউনিয়ন কৃষকদলের যুগ্ন আহবায়ক মিরাজ উদ্দিন,ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ আলাউদ্দিন,উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ শাহদাত হোসেন,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আবদুল মালেক,সাংগঠনিক সম্পাদক সোহান উদ্দিন (সোহান) ইউনিয়ন কৃষকদল সহসভাপতি আলাউদ্দিন প্রমূখ।
এসময় বক্তারা কৃষকদের মানোন্নয়ন ও তাদের বিভিন্ন সহযোগিতা করবেন বলে জানান। এছাড়া ও তারা বিগত সরকারের কৃষিতে দুর্নীতির বিষয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরে তাদের শাস্তির দাবী জানান এবং ৯১ তে বিএনপি ক্ষমতায় আসার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার কৃষি ঋন সুদে আসলে মওকুফ করে দেওয়ার কথা স্বরন করে দেন,আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে কৃষিতে ভূর্তকিসহ বিভিন্ন সুযোগ সুবিধাসহ তারেক রহমানের ঘোষনা অনুযায়ী কৃষি বীমা করে দেওয়ার আশ্বাস দেন। বক্তারা বিদেশে চিকিৎসারত অসুস্থ বেগম খালেদা জিয়া ও সদর সুবর্ণচরের কর্ণধার জননেতা আলহাজ্ব মোঃ শাহাজানের জন্য সকলের দোয়া কামনা করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *