,

নোয়াখালী সুবর্ণচরে নদী ভাঙন রোধে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের চর বাগ্যা, চর জিয়া উদ্দিন, জিয়ার বাজার সংলগ্ন ভুলুয়া খালের পাশে নির্মিত বেঁড়ি বাঁধটি ঝুকি পূর্ণ অবস্থায় রয়েছে নিরাপত্তা ঝুঁকিতে সহস্রাধিক পরিবার।
মেঘনার আগ্রাসী নদী ভাঙন রোধে ব্লক স্থাপনের দাবীতে মানববন্ধন করেছে শত শত এলাকাবাসী।
২৮ এপ্রিল (সোমবার) বেলা ১২ টায় উপজেলার চর জুবিলী ইউনিয়নের চর জিয়া উদ্দিন গ্রামের ভাঙন কবলিত এলাকায় ঘন্টাব্যাপী এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন, চরজুবিলী ৯ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ সেলিম, যুবদল নেতা মোঃ আজাদ উদ্দিন, মহি উদ্দিন,আবুকালাম,ফেরদৌস হোসেন,ছালা উদ্দিন,শেফালী বেগম,মনিজা খাতুন প্রমূখ
বক্তারা বলেন, ভুলুয়া নদীর আগ্রাসী ভাঙনে ইতিমধ্যে চরজিয়া উদ্দিন ও চর বাগ্যার শত শত পরিবার ভিটেমাটি হারিয়েছে, বক্তাগন নদীভাঙ্গন রোধে নোয়াখালী জেলা প্রশাসক ও সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষন করেন। বর্তমানে ভুলুয়া নদী যেভাবে ভাঙছে,তাতে আগামী বর্ষায় নদী তীরবর্তী অনেক বাড়িঘর, ফসলি জমি, মাছের খামার নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। এ পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে ব্লক স্থাপনের দাবী জানান তাঁরা।
এ সময় ভুলুয়া নদীর ভাঙনের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন ভিটেমাটি হারা অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *