,

নোয়াখালী-৬ আসনের সাবেক এম পি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করছে নৌবাহিনী

মোঃ আবুল বাসার,নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালী-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে আটক করেছেন নৌবাহিনীর সদস্যরা। গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেন নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমান। এর আগে শনিবার রাত ৩টার দিকে উপজেলার ওছখালীর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
মোহাম্মদ আলীর ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন বলেন, নিরাপত্তার স্বার্থে মোহাম্মদ আলী, তার স্ত্রী সাবেক এমপি আয়েশা ফেরদাউস ও তাদের ছেলে হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী অমিকে নৌবাহিনীর সদস্যরা
হেফাজতে নিয়েছেন। তাদের তুলে নিয়ে যাওয়া হয়নি। ওই সময় আমি ঘটনাস্থলে ছিলাম।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় উপজেলার প্রধান সড়কে মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হাতিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। এ ছাড়া কিছুদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিভিন্ন অনুষ্ঠানে মোহাম্মদ আলীর নানা অনিয়মের কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, হাতিয়ার প্রায় ৭ লাখ মানুষকে জিম্মি করে রেখেছেন আলী।
স্থানীয়দের অভিযোগ, গত ১৬ বছর নিজের নির্বাচনী এলাকায় বিরোধী মতের কাছে মোহাম্মদ আলী ছিলেন এক আতঙ্কের নাম। আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে তার একক নিয়ন্ত্রণে হাতিয়া হয়ে উঠে অনিয়ম ও নৈরাজ্যের স্বর্গরাজ্য।
কমান্ডার মুশফিকুর রহমান বলেন, হাতিয়ার আইনশৃঙ্খলা এবং সার্বিক শান্তি বজায় রাখতে মোঃ আলীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাতিয়া থানার কার্যক্রম না থাকায় তাকে আটক দেখিয়ে চট্টগ্রাম পাঠানো হবে। তার স্ত্রী ও ছেলেকে নৌবাহিনীর হেফাজতে নেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *