আছমা আক্তার আখি,পঞ্চগড় প্রতিনিধি।।পঞ্চগড়ে বর্তমানে ড্রেজার মেশিন দিয়ে পাথর উত্তোলন না করলেও প্রায় সব নদী থেকেই ঝাকে ঝাকে পাথর খেকোরা নদীর নাব্যতা নষ্ট করে উত্তোলন করচ্ছে লক্ষ লক্ষ টাকার পাথর সরকার হরাচ্ছে রাজস্ব।
পঞ্চগড় জেলা ঘুড়ে দেখাযায় ডাহুক নদী, করতোয়া নদী,চাওয়াই নদী, তালমা নদী, সহ সকল নদী থেকে প্রায় ৩০ ফিট গর্ত করে এমন কি নদীর পাড় ভেংঙ্গেও উত্তোলন করাহচ্ছে পাথর। যার কারণে নদী হারাচ্ছে তার নিজস্ব গতি বিভিন্ন নদীর পাড়ের কৃষকদের অভিযোগ, ঝাকে ঝাকে পাথর উত্তোলনকারীদের কারণে তাদের ফসলি জমির ক্ষতি হচ্ছে।
শুধু তাই নয় পঞ্চগড় সাতমেরা ইউনিয়ন, ধাক্কামারা ইউনিয়ন,দেবনগর ইউনিয়ন এর সীমান্ত ঘেষা নদী এলাকা বেরিয়ে, ভারত সীমান্তে গিয়ে পাথর খেকোরা পাথর ব্যবসায়ীদের নেতৃত্বে অনায়াসে পাথর উত্তোলন করছে এতে করে যেকোনো সময় জীবন ঘাতি হতে পারে।
এছারাও নদীতে গর্ত করে পাথর উত্তোলনের কারণে ময়নাগুড়ি এলাকায় ফারুক নামের এক ব্যক্তি বালির নিচে চাপা পড়ে প্রাণ হারায়। এসব বালি-পাথর রাস্তার পাশে স্তুপ করে জনসাধারণের চলাচলের ব্যাঘাত ঘটাচ্ছে অনায়াসে দশ চাকার ঢুকে নষ্ট করছে সড়ক।
এ বিষয়ে প্রতিপক্ষ বক্তব্য দিতে অনিচ্ছুক প্রকাশ করে।
Design & Developed BY- zahidit.com
Leave a Reply