,

পঞ্চগড়ে ঘুষ ছাড়াই পুলিশে চাকরি পেলেন ১৪ জন

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত,পঞ্চগড় প্রতিনিধি:উৎকোচ কিংবা তদবির ছাড়াই পুলিশে চাকরি পেয়েছেন ১৪ জন। অনন্য এই দৃষ্ঠান্ত সৃষ্টি করেছে পঞ্চগড় জেলা পুলিশ প্রশাসন। সম্প্রতি জেলায় পুলিশ কনস্টেবল পদে ১৪ জন নিয়োগ পেয়েছেন। যাদের লাগেনি কোনো বাড়তি উৎকোচ কিংবা হাইপ্রোফাইল সুপারিশ। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন যোগ্যরা। দিনমজুর, ভ্যানচালক ও মৎসজীবী পরিবারের সন্তানরা নিয়োগ পেয়েছেন নিজ নিজ যোগ্যতায়। জেলা পুলিশ প্রশাসনের স্বচ্ছ নিয়োগ প্রকিয়ার বিষয়টি নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে ইতিবাচক আলোচনা।

শুক্রবার (১৬ মে) রাত ৮টায় পঞ্চগড় পুলিশ লাইনের কার্যালয় থেকে কনস্টেবল পদে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মুন্সী । তালিকায় আরও ৩ প্রার্থীকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে। তালিকা প্রকাশের পরপরেই উত্তীর্ণ প্রার্থী ও তাদের স্বজনরা আনন্দ অশ্রুতে খুশির বহিঃপ্রকাশ ঘটান।

এদিকে সচ্ছতার ভিত্তিতে মেধা ও যোগ্যতা দিয়ে (আবেদন ফি) চাকরি পেয়ে আনন্দে ফেটে পড়েন অনেকেই। শহরের কামাল হোসেন বলেন, কোনো সুপারিশ ছিল না। ভেবেছিলাম চাকরিটা হবে না। কিন্তু চূড়ান্ত তালিকায় সবার ওপরে আমার ছেলে নাম দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বর্তমান পুলিশ প্রশাসন ও নিয়োগসংশ্লিষ্ঠ সকল কর্তৃপক্ষ এক অনন্য নজীর স্থাপন করেছেন। আমি কৃতজ্ঞ। এখন দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে পারব।

পঞ্চগড় জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, সম্পূর্ণ নিয়ম মেনে স্বচ্ছতার ভিত্তিতে মেধাবী ও যোগ্যদের মুল্যায়ন করা হয়েছে। যোগ্যরাই তিন ধাপের পরীক্ষায় কৃতিত্বের সাক্ষর রেখেছেন। আমরা যোগ্যদের প্রাপ্যতা নিশ্চিত করার কাজ করেছি মাত্র।

উত্তীর্ণদের জন্য শুভ কামনা জানিয়ে তিনি বলেন, অনেকের মাঝে ধারণা আছে পুলিশে চাকরি মানেই ঘুষ ও তদবিরের জোর লাগে। কিন্তু আমরা সেই ধারণা পাল্টে দিতে চাই। জবাবদিহিতা, স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত উপায়ে নতুন করে দেশ গড়তে হবে। এই কাজে সবাইকে এক সাথে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *