,

পটিয়ায় সিএনজি সহ তিন চুর গ্রেফতার

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে অভিনব কৌশলে সিএনজি চুরি করে নিজেদের হেফাজতে রেখে দেশের বিভিন্ন জায়গায় সিএনজি বিক্রি করতেন একটি চোর চক্র। বৃহস্পতিবার রাতে চোর চক্রটির কয়েকজন সদস্য সিএনজি চুরি করে আনছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে অভিযানে নামে পটিয়া থানা পুলিশ।। 

পটিয়া থানার ওসি নেজাম উদ্দিন এর নেতৃত্বাধীন অফিসার ফোর্স ৪ ঘন্টার বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার ভোর রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল বাইপাসস্থ এবি ভান্ডারীর ডেইরী ফার্মের সামনে থেকে প্রথমে ১টি সিএনজি সহ চোর চক্রের একজন এবং তার দেওয়া তথ্যমতে বাশখালী থেকে আরো ১টি সিএনজি সহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হন। 

গ্রেফতারকৃতরা হলেন, বাঁশখালী উপজেলার বাহাড়ছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম ইলশা বখশী হামিদের বাড়ি এলাকার মোঃ আবুল খায়ের এর পুত্র মোবারক হোসেন(২০) একই ইউনিয়নের মো. করিম ও মোঃ শাকিব।

এবিষয়ে পটিয়া থানার ওসি নেজাম উদ্দিন জানান, চট্টগ্রামের বিভিন্ন জায়গায় চোর চক্রটির কয়েকজন সদস্য ভাগ হয়ে সিএনজি চুরি করে আসছিল দীর্ঘদিন ধরে। শীতকাল, গভীর রাত বা ভোরবেলায় এবং গরমকালে তারা ভিন্ন কৌশলে সিএনজি চুরি করে তারা। 

তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে এই চক্রে আরো কয়েকজন আছে। তাদের চিহ্নিত করে গ্রেফতারের কাজ চলছ। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *