,

পদ্দপুকুরে নায়েব অফিসের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কপোতাক্ষ নদীর বেড়িবাঁধ সংলগ্ন চরের মাটি কর্তন ‘সরকারি বেড়ীবাঁধে পাকা স্হাপনা নির্মাণ

সাজিদ বিল্লাহ (পদ্দপুকুর) শ্যামনগর থেকে :শ্যামনগর উপজেলার পদ্দপুকুর ইউনিয়নের কপোতাক্ষ নদীর সরকারি বেড়ীবাঁধ সংলগ্ন চরের মাটি কেটে অবৈধ ভাবে দখলকৃত বেড়ীবাঁধের যায়গায় পাকা স্হাপনা নির্মান করা ঘরের ভীট পুরন করছে বলে জানাগেছে ।সরজমিনে গিয়ে দেখা যায় গতকাল রবিবার সকাল থেকে ঝুড়ি, কোদাল ও লেবার খাটিয়ে নদীর চরের ব্যাপক মাটি কেটে নেয়ায় সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে যা নদী পাড়ের চর ও বেড়ীবাধে ভাঙনের আশংকা বিরাজ করছে। এ বিষয়ে সহানীয় বেড়ীবাঁধের নিকটবর্তী বাড়ী পাতাখালি গ্রামের রুহুল কুদ্দুস খা বেড়ীবাঁধের নিকট থেকে মাটি কাটতে নিষেধ করলে একই গ্রামের ইসমাইল মোল্লার দুই ছেলে সরকারের বিরুদ্ধে নাশকতা মামলার আসামি আব্দুর রহমান (৪২) ও আব্দুল হাই (৩০) রুহুল কুদ্দুস কে মারপিট করে আহত করে।বিষয়টি আহত রুহুল কুদ্দুস স্হানীয় চেয়ারম্যান সাহেব কে জানালে তিনি আব্দুর রহমান ও আব্দুল হাই কে বকাঝকা দেন বলে জানা গেছে। রবিবার সকালে নদী চরের মাটি অবৈধভাবে কাটার বিষয়টি পদ্দপুকুর ইউনিয়নের ভূমি অফিস এর নায়েব জনাব সেলিম রেজা জানতে পেরে তাত্ক্ষণিক চৌকিদার মো:মারফ কে ফোন দিয়ে আব্দুর রহমান ও আব্দুল হাই কে অবৈধভাবে নদী চরের মাটি কাটতে নিষেধ করে দেন কিন্তু তারা সরকারি কর্মকর্তার নিষেধ অমান্য করে জোর পূর্বক মাটি কেটেই যাচ্ছে। স্থানীয়দের দাবি সরকারি বেড়ীবাঁধের যায়গায় জোর পূর্বক পাকা স্হাপনা নির্মাণ করে আবার বেড়িবাঁধ সংলগ্ন চরের মাটি কাটার সাহস কোথায় পায়।উক্ত বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *